টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলের মির্জাপুরে ঢাকাফেরত এক নারীসহ নতুন করে আরও দুজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। করোনা আক্রান্ত দুই রোগীর আশেপাশের ১১০ বাড়ি লকডাউন করে তাদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে বলে মঙ্গলবার সকালে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাকসুদা খানম।
মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল মালেক বলেন, আক্রান্তদের আশপাশের ১১০ বাড়ি লকডাউন করা হয়েছে। মঙ্গলবার আক্রান্তদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে স্বাস্থ্য বিভাগ।