লাকসাম প্রতিনিধি : কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলায় বুধবার আরও একজনের করোনা শনাক্ত হয়েছে। নতুন আক্রান্ত যুবকের আনুমানিক বয়স ২২ বছর। তার বাড়ি উপজেলার সরসপুর ইউনিয়নের শ্রীধরপুর গ্রামে। তিনি সপ্তাহখানেক আগে ঢাকা থেকে বাড়ি আসেন।
মনোহরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. সোহেল রানা ওই যুবকের করোনা শনাক্তের বিষয়টি নিশ্চিত করেছেন।
ইউএনও আরও জানান, গত ৪ মে ওই যুবকসহ তার পরিবারের অন্যান্য সদস্যদের নমুনা সংগ্রহ করে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতাল (কুমেক) ল্যাবে পাঠানো হলে বুধবার রিপোর্টে কেবল ওই যুবকেরই করোনা পজেটিভ আসে। পরিবারের অন্যদের রিপোর্ট নেগেটিভ হয়েছে। নতুন ওই যুবকসহ মনোহরগঞ্জে এ নিয়ে ৫ জনের করোনা শনাক্ত হলো।
কুমিল্লা জেলা করোনা সংক্রমণ প্রতিরোধ সমন্বয়ক ও মনোহরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নিসর্গ মেরাজ চৌধুরী জানান, আক্রান্ত ওই যুবককে হোম আইসোলেশনে রেখে চিকিৎসা দেয়া শুরু হয়েছে। এ ছাড়া, ওই পরিবারের আশপাশের আরও ৬-৭ জনের নমুনা সংগ্রহ করা হচ্ছে। সেগুলো আজই কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতাল (কুমেক) ল্যাবে পাঠানো হবে।