অনলাইন ডেস্ক : প্রাণঘাতী করোনাভাইরাসের তাণ্ডবে বিপর্যস্ত পুরো বিশ্ব। প্রতিনিয়তই বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। একই সাথে করোনার প্রকোপ থেকে সুস্থদের সংখ্যা ১ কোটি ৬০ লাখ ছাড়িয়েছে। করোনাভাইরাসে আক্রান্তদের সংখ্যা ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়ার্ল্ডোমিটারে আজ সোমবার সকাল পর্যন্ত এ সংখ্যা নিশ্চিত করা হয়।
বাংলাদেশ সময় সোমবার সকাল দশটা পর্যন্ত বিশ্বে ১ কোটি ৬০ লাখ ৮২ হাজার ১০৪ নতুন রোগটি থেকে মুক্তি পেয়েছেন। এরমধ্যে গত পাঁচ দিনেই সুস্থ হয়েছেন ১০ লাখ। আর বিশ্বব্যাপী মোট রোগীর সংখ্যা ২ কোটি ৩৫ লাখ ৮৪ হাজার ২৫৯ জন। মারা গেছেন ৮ লাখ ১২ হাজার ৫১৭ জন।
আক্রান্ত এবং মৃতের তালিকায় শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে ৫৮ লাখ ৭৪ হাজার ১৪৬ জন শনাক্ত হয়েছেন। মারা গেছেন ১ লাখ ৮০ হাজার ৬০৪ জন। সুস্থ ৩১ লাখ ৬৭ হাজার ৬৩ জন। দ্বিতীয় স্থানে থাকা ব্রাজিলে ১ লাখ ১৪ হাজার ৭৭২ জনের প্রাণ গেছে কভিড-১৯ রোগে। দেশটিতে মোট আক্রান্ত ৩৬ লাখ ৫ হাজার ৭৮৩ জন।
তিন নম্বরে থাকা ভারতে প্রায় প্রতিদিন রোগী বাড়ছে। দেশটিতে মোট ৩১ লাখ ৫ হাজার ১৮৫ জন কভিড-১৯ পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন, মৃত্যু ৫৭ হাজার ৬৯২ জনের। রাশিয়ায় এখন পর্যন্ত ৯ লাখ ৫৬ হাজার ৭৪৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। মারা গেছেন ১৬ হাজার ৩৮৩ জন। পাঁচ নম্বরে থাকা দক্ষিণ আফ্রিকায় ৬ লাখ ৯ হাজার ৭৭৩ জন শনাক্ত হয়েছেন। দেশটিতে মারা গেছেন ১৩ হাজার ৫৯ জন। আর মেক্সিকোয় ৫ লাখ ৬০ হাজার রোগী শনাক্ত হলেও মৃত্যুতে অনেক উপরে দেশটি। এখন পর্যন্ত দেশটিতে ৬০ হাজার ৪৮০ জন মারা গেছেন।
করোনাভাইরাসে এত আক্রান্ত ও মৃত্যুর মধ্যেও আশা দেখাচ্ছে যে চিকিৎসা নিয়ে অনেকেই বাড়ি ফিরছেন।