অনলাইন ডেস্ক : গণস্বাস্থ্য কেন্দ্রের উদ্ভাবিত করোনা শনাক্তকরণ কিটের সক্ষমতা পরীক্ষার অনুমতি দিয়েছে ওষুধ প্রশাসন অধিদফতর।
বৃহস্পতিবার দুপুরে গণস্বাস্থ্য কেন্দ্রের জনসংযোগ কর্মকর্তা ফরহাদ হোসেন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেনছেন।
তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) ও আইসিডিডিআরবিতে আমাদের কিট পরীক্ষা করা হবে। আমাদের তৈরি কিটের কার্যকারিতা ঠিক আছে কিনা তা দেখবে।
এই কিট ব্যবহার করলে মানুষের কোনো ক্ষতি হবে কিনা ছাড়াও বিভিন্ন বিষয় পরীক্ষা-নিরীক্ষা করে দেখবে হাসপাতাল।