ভারতে আরও ভয়াবহ করোনাভাইরাস পরিস্থিতি, একদিনে আক্রান্ত ৯০ হাজারের বেশি

অনলাইন ডেস্ক : দিন যত যাচ্ছে ততই ভয়াবহ হয়ে উঠছে ভারতে করোনাভাইরাস পরিস্থিতি। গত ২৪ ঘণ্টায় দেশটিতে ৯০ হাজার ৬৩২ জনের শরীরে ভাইরাসটি শনাক্ত হয়েছে। তাতে মোট আক্রান্তের সংখ্যা ৪১ লাখ ছাড়িয়েছে।

আক্রান্তের সংখ্যায় বিশ্বে দ্বিতীয় স্থানে থাকা ব্রাজিলকে অতিক্রমের পথে ভারত, দুই দেশের মধ্যে ব্যবধান মাত্র ৯ হাজার। মোট ৪১ লাখ ১৩ হাজার ৮১১ জন ভারতীয়র করোনা পজিটিভ হলো। যেখানে ব্রাজিলের আক্রান্ত ৪১ লাখ ১৩ হাজার জন।
এশিয়ার সবচেয়ে বিপর্যস্ত দেশটিতে একদিনে এক হাজার ৬৫ জনের মৃত্যু হয়েছে। তাতে করোনায় মোট প্রাণহানি দাঁড়িয়েছে ৭০ হাজার ৬২৬ জনে।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, দেশে মোট সুস্থ হয়েছেন প্রায় ৩১ লাখ রোগী। একদিনে রেকর্ড সংখ্যক ৭০ হাজারের বেশি রোগী করোনা জয় করেছেন, শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৭৭.৩২ শতাংশ।

একদিনে আক্রান্তের সংখ্যায় ভারতের শীর্ষ পাঁচটি অঙ্গরাজ্য হল মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, কর্নাটক, তামিলনাড়ু ও উত্তরপ্রদেশ। এই পাঁচটি রাজ্যে ৬২ শতাংশের বেশি সক্রিয় রোগী আছে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

তবে বিশ্বের অন্য দেশগুলোর তুলনায় ভারতে মৃত্যু হার বেশ কম, ১.৭৩ শতাংশ। ভারত সরকার জানিয়েছে, বর্তমানে ০.৫ শতাংশ রোগী ভেন্টিলেটরে আছেন, আইসিইউতে ২ শতাংশ ও অক্সিজেন সাপোর্টে আছেন সাড়ে তিন শতাংশেরও কম রোগী। সূত্র: আনন্দবাজার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *