ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ায় আরও এক চিকিৎসক করোনায় আক্রান্ত হয়েছেন। সিভিল সার্জন বলছেন, তিনি সদর হাসপাতালে কর্মরত। তবে অন্য একটি সূত্র নিশ্চিত করেছে, তিনি নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও জেলা কারাগারের চিকিৎসক।
নাম-পরিচয় সঠিকভাবে জানতে না দেয়ার যে নিয়ম রয়েছে সেই রীতি মেনে সিভিল সার্জন বিষয়টি অন্যভাবে বলছেন বলে ধারণা করা হচ্ছে।
জেলায় এ নিয়ে পাঁচজন চিকিৎসক করোনায় আক্রান্ত হলেন। এর মধ্যে একজন সুস্থ হয়ে উঠেছেন। এছাড়া আরও কয়েক জন স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত হন। জেলায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে গিয়ে দাঁড়ালো ৪৬ এ। অনেকে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।