কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লার লাকসামে প্যাথলজিস্টসহ কুমিল্লায় করোনাভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছেন আটজন। করোনা সংক্রমণ প্রতিরোধ কুমিল্লা জেলা কমিটির প্রধান সমন্বয়ক ডা. নিসর্গ মেরাজ চৌধুরী রবিবার এ তথ্য নিশ্চিত করেছেন।
ডা. নিসর্গ মেরাজ চৌধুরী জানান, নতুন আক্রান্তদের মধ্যে দেবিদ্বারে পাঁচজন, বরুড়ায় দুইজন এবং লাকসামে একজন প্যাথলজিস্ট রয়েছেন। প্যাথলজিস্ট রোগীদের নমুনা সংগ্রহ টিমের সদস্য ছিলেন। বরুড়ায় দুইজনের মধ্যে এর আগে আক্রান্ত থানার এস আই বিকাশের দাদী এবার আক্রান্ত হলেন। অন্যজন সিএনজি অটো রিকশার চালক।
দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আহম্মেদ কবীর জানান, করোনায় মৃত সুকুমার চন্দ্র দে’র এক নাতি, দোকান কর্মচারী, ভাড়াটিয়া মহিলা,তার স্কুল পড়ুয়া মেয়ে ও মাছিমপুর গ্রামের একজন আক্রান্ত হয়েছে। দেবিদ্বারে এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২০ জনে।
উল্লেখ্য, রবিবার পর্যন্ত কুমিল্লায় সংগ্রহকৃত দুই হাজার ৩৫টি নমুনার মধ্যে এক হাজার ৮৯২টি রিপোর্ট প্রকাশ হয়েছে। তার মধ্যে ১৪ উপজেলার ৯২জনের করোনা শনাক্ত হয়েছে। সুস্থ হয়েছেন ২২জন।