চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গা জেলায় নতুন করে আরও সাতজন করোনাভাইরাস আক্রান্ত হয়েছে। এদের পাঁচজন সদর উপজেলার, একজন দামুড়হুদা ও একজন আলমডাঙ্গা উপজেলার বাসিন্দা।
আক্রান্তদের মধ্যে ১০ থেকে ২৫ বছর বয়সের মধ্যে ৩ জন, দুজনের বয়স ৩০ বছরের মধ্যে। বাকি দুজনের বয়স ৫০ বছর।
চুয়াডাঙ্গার সিভিল সার্জন ডা. এএসএম মারুফ হাসান জানান, নতুন আক্রান্তদের মধ্যে একই পরিবারের তিনজন আছেন। তারা কয়েকদিন আগে ঢাকা থেকে চুয়াডাঙ্গায় আসেন। আক্রান্তদের সাতজনের মধ্যে ছয়জন পুরুষ এবং একজন নারী।
চুয়াডাঙ্গায় মোট আক্রান্ত হয়েছেন ১৭ জন এবং সুস্থ হয়েছেন একজন।