নাটোরে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত ৩০, মোট ৪৩ জন

নাটোর প্রতিনিধি : নাটোরে নতুন করে ৩০ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। নতুন আক্রান্তদের মধ্যে ৯ পুলিশসহ ৫ জন স্বাস্থ্যকর্মী রয়েছেন।

আক্রান্ত ব্যক্তিরা নাটোর সদর, সিংড়া, বাগাতিপাড়া, গুরুদাসপুর ও বড়াইগ্রামের। বড়াইগ্রামে আক্রান্ত ৯ জনই পুলিশ সদস্য।
সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, আক্রান্তদের মধ্যে ১২ জনই সিংড়া উপজেলার। এছাড়া সদরে পাঁচজন, বড়াইগ্রামে ৯ জন, বাগাতিপাড়ায় ৩ জন, ও গুরুদাসপুরে একজন। এর মধ্যে বড়াইগ্রাম উপজেলায় প্রথমবারের মতো একযোগে ৯ জন করোনা রোগী শনাক্ত হলো। এছাড়া সদরে আক্রান্ত ৫ ব্যক্তি সদর হাসপাতালের স্বাস্থ্যকমী। এসব আক্রান্ত ব্যক্তিসহ ১৮৭ জনের নমুনা গত ১১, ১২ ও ১৩ই মে সংগৃহীত। এ নিয়ে ৭ দফায় জেলায় মোট ৪৩ জন করোনা রোগী সনাক্ত হলো। গত ২৯ এপ্রিল থেকে ১৭ মে পর্যন্ত করোনা রোগীর সংখ্যা ছিল ১৩ জন। ১৩ জনের মধ্যে চিকিৎসকসহ স্বাস্থ্যকর্মী রয়েছেন।

সোমবার রাত ৮টায় নাটোরের সিভিল সার্জন ডা. মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

সিভিল সার্জন ডা. কাজী মিজানুর রহমান জানান, আনুষ্ঠানিকভাবে আক্রান্ত ৩০ জনের ব্যাপারে আমাদের ই-মেইলে জানানো হয়েছে। নাটোর জেলার ৪০০ নমুনা প্রক্রিয়াধীন ছিল। এসব নমুনার মধ্যে ১৮৭টি পরীক্ষার পর ৩০টি পজিটিভ এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *