রংপুরে আরও ৫ জনের দেহে করোনা শনাক্ত

রংপুর প্রতিনিধি : রংপুর মেডিকেলে গত ২৪ ঘণ্টায় ১৮৭ নমুনা পরীক্ষা করে ৩ জেলায় ১০ জন করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে রংপুরে ৫ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।

নগরীর সাগরপাড়ায় ১, মাস্টারপাড়ায় ১, মাহিগঞ্জে ১ চন্দনপাঠ ইউনিয়নে ১ জন ও কাউনিয়ার টেপামধুপুরে ১ জন রয়েছে। কুড়িগ্রামে ৪ জন আক্রান্ত হয়েছে। এর মধ্যে নাগেশ্বরীতে ১, সদরে ১, ফুলবাড়িতে-১ ও সদর হলকানা এলাকার ১ জন। এছাড়া গাইবান্দায় ১ জনের দেহে করোনা শনাক্ত। রমেক অধ্যক্ষ ডা. নুরুন্নবী লাইজু বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, রংপুর মেডিকেল কলেজে করোনা শনাক্তে পিসিআর মেশিন স্থাপন করা হয় গত ২ এপ্রিল। এরপর থেকে পহেলা পর্যন্ত তিন হাজার ২০২ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখানে এখন পর্যন্ত ১৩১ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। আইইডিসিআর এর মাধ্যমে রংপুর বিভাগে আরও ছয় জনের করোনা শনাক্ত করা হয়।

আক্রান্তদের মধ্যে রংপুরে ৪৬, গাইবান্ধায় ১৮, দিনাজপুরে ২১, নীলফামারীতে ১৪, ঠাকুরগাঁওয়ে ১৮, কুড়িগ্রামে ১৫, লালমনিরহাটে তিন এবং পঞ্চগড় জেলার ছয়জন রয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *