মাগুরা প্রতিনিধি : মাগুরায় নতুন করে আরও ৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ৩৪ জনের। এদের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়েছে ১৯ জন।
মাগুরা সিভিল সার্জন ডা. প্রদীপ কুমার সাহা জানান, করোনায় আক্রান্ত এক পুলিশ সদস্যের ৫ বছর বয়সী শিশুসহ মাগুরায় ৫ জন আক্রান্ত হয়েছে। এদের মধ্যে অন্য ৩ জন সদরের ও ১ জন শ্রীপুরের। এ নিয়ে মাগুরায় করোনা শনাক্ত হয়েছে ৩৪ জনের। তাদের মধ্যে মাগুরা সদরে ১৭ জন, শ্রীপুরে ৭ জন, শালিখায় ৫ জন, মহম্মদপুরে ৫ জন। আক্রান্তদের ১ জনকে ঢাকা রেফার করা হয়েছে। বাকি ১৪ জনকে হোম আইসোলেশনে রাখা হয়েছে।