

বগুড়া প্রতিনিধি : রাজশাহী বিভাগের করোনা পজেটিভে হটস্পট এখন বগুড়া জেলা। জেলা এখন করোনা শনাক্ত হওয়ার ৬৪ দিনে এ ভাইরাসে সংক্রমিত মানুষের সংখ্যা ৫০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় আরও ৪২ জনের করোনাভাইরাস শনাক্ত হওয়ায় জেলায় করোনা ভাইরাস শনাক্ত রোগীর সংখ্যা এখন ৫১৭ জন।
বগুড়া মোহাম্মাদ আলী হাসপাতালের আরএমও ডা. শফিক আমিন কাজল জানান, মোহাম্মাদ আলী হাসপাতালের আইসোলেশনে বর্তমানে করোনা পজেটিভ ৬৪ জন চিকিৎসাধীন রয়েছেন। আইসোলেশন থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৮ জন। অপরদিকে বাড়িতে থেকে করোনাভাইরাস মুক্ত হয়েছেন ২০ জন এবং করোনা পজিটিভ হয়ে মারা গেছেন ২ জন। অপরদিকে করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন ১২ জন।
বগুড়ার ডেপুটি সিভিল সার্জন মোস্তাফিজুর রহমান বৃহস্পতিবার রাতে জানান, বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও বেসরকারি টিএমএসএস মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে সর্বশেষ নমুনা পরীক্ষায় আরও ৪৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে বগুড়ার ৪২ জন। এ পর্যন্ত জেলায় ৭ হাজার ৬৭৪টি নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে ৫ হাজার ৯৪৭টি নমুনা পরীক্ষার ফলাফলে করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন ৫১৭ জন।
জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, জেলার মধ্যে বগুড়া শহরে সর্বোচ্চ ৩০৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এছাড়া শাজাহানপুরে ৩৪ জন, গাবতলীতে ৩৪, কাহালুতে ১৭, শেরপুরে ৩৮, শিবগঞ্জে ৯, আদমদীঘিতে ১২, সারিয়াকান্দিতে ২৩, সোনাতলায় ১১, দুপচাঁচিয়ায় ১৩, ধুনটে ১৪ ও নন্দীগ্রাম উপজেলায় ৮ জন আছেন।









