

কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ায় ফেসবুকে মানহানিকর ও বিভ্রান্তমূলক পোষ্টের দায়ে নাঈম বিশ্বাস (২১) নামে একজনকে গ্রেফতার করেছে র্যাব।মঙ্গলবার বিকেল ৩টার দিকে ভেড়ামারা উপজেলার ধরমপুর বাজারের একটি সেলুন থেকে গ্রেফতার করা হয় তাকে। অভিযুক্ত নাঈম উপজেলার রামচন্দ্রপুর গ্রামের সাবদুল বারি বিশ্বাসের ছেলে।
র্যাব জানিয়েছে, বিকেল ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের একটি টিম ভেড়ামারা উপজেলার ধরমপুর বাজারের একটি সেলুন থেকে নাঈমকে গ্রেফতার করে। সে ফেসবুক এর মাধ্যমে ইচ্ছাকৃত ভাবে মানহানিকর, বিভ্রান্তমূলক, রাষ্ট্রের ভাবমূর্তি, সুনাম ক্ষুন্ন করার উদ্দেশ্যে বিভিন্ন পোষ্ট করে আসছিল। মিথ্যা অপপ্রচার করে দেশের মধ্যে অস্থিরতা বা বিশৃংখলা সৃষ্টি করার অপরাধে তাকে গ্রেফতার করা হয়।
এসময় নাঈম এর কাছ থেকে ১টি মোবাইল ফোন ও দু’টি সীমকার্ড জব্দ করা হয়। পরে উদ্ধারকৃত আলামতসহ ভেড়ামারা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা দায়ের করা হয়েছে তার বিরুদ্ধে।