বগুড়া প্রতিনিধি : বগুড়ায় গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৬৫ জন করোনাভাইরাসে আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ৮৯৭ জনে।
মঙ্গলবার সকালে জেলা স্বাস্থ্য অধিদপ্তরের ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়। নতুন আক্রান্তদের মধ্যে পুরুষ ৪৪ জন, ১৮ জন নারী ও ৩ জন শিশু রয়েছে।
বগুড়া সিভিল সার্জন অফিসের ডা. ফারজানুল ইসলাম নির্ঝর ব্রিফিংয়ে জানান, গতকাল সোমবার ২৩১ নমুনা পরীক্ষার ফলাফলে আজ ৬৫ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এছাড়াও একই সময়ে জেলায় ১০৯ জন করোনা থেকে সেরে উঠেছেন।
তিনি আরও জানান, নতুন আক্রান্তদের মধ্যে বগুড়া সদরে ৪৭ জন, শিবগঞ্জ ও ধুনটে চারজন করে, কাহালু ও গাবতলীতে তিনজন করে, দুপচাঁচিয়ায় দুইজন, শেরপুর ও সোনাতলায় একজন করে করোনায় আক্রান্ত হয়েছেন।
প্রসঙ্গত, জেলায় এ পর্যন্ত ৫ হাজার ৮৯৭ জন করোনা আক্রান্তের মধ্যে ৪ হাজার ৭০৬ জন সুস্থ হয়ে উঠেছেন। আর মারা গেছেন ১৩৩ জন।