অনলাইন ডেস্ক : করোনা মহামারী আরও প্রকোট আকার ধারণ করেছে যুক্তরাষ্ট্রে। বর্তমানে সেখানে দৈনিক ৪০ হাজারের বেশি কোভিড-১৯ রোগী শনাক্ত হচ্ছে। পরিস্থিতি এখন এতোটাই নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে যে, যুক্তরাষ্ট্রে প্রতিদিন এক লাখ করে কোভিড-১৯ রোগী শনাক্ত হলেও তাতে অবাক হবেন না দেশটির শীর্ষ সরকারি স্বাস্থ্য কর্মকর্তা ডা. অ্যান্থনি ফাউসি।
মঙ্গলবার সিনেট কমিটির এক শুনানিতে ডা. ফাউসি বলেন, গত কয়েকদিনের পরিসংখ্যান পরিষ্কারভাবে বলছে মহামারি আমাদের নিয়ন্ত্রণ নেই। যুক্তরাষ্ট্রে নতুন শনাক্ত রোগীদের মধ্যে অর্ধেকই এসেছে মাত্র চারটি অঙ্গরাজ্য থেকে।
তিনি বলেন, যখন দেশের একপ্রান্তে সংক্রমণ হবে, তখন অন্য প্রান্ত ভালো থাকলেও তারা অরক্ষিত। আমরা শুধু যেসব এলাকায় সংক্রমণ বাড়ছে সেখানে মনোনিবেশ করতে পারি না। এতে গোটা দেশই ঝুঁকিতে পড়ে।