চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গায় করোনাভাইরাসের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় গোউরচন্দ্র বিশ্বাস (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার দুপুরে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
গোউরচন্দ্র বিশ্বাস আলমডাঙ্গা উপজেলার রথতলা এলাকার জতিশচন্দ্র বিশ্বাসের ছেলে।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. শামীম কবির জানান, গোউরচন্দ্র বিশ্বাস সোমবার জ্বর, ঠাণ্ঠা-কাশি নিয়ে হাসপাতালে ভর্তি হয়। উপসর্গ অনুযায়ী তাকে হাসপাতালের করোনা আইসোলেশনে ভর্তি রাখা হয়। এরপর মঙ্গলবার দুপুরে মারা যান তিনি।
সোমবার তার শরীরের নমুনা সংগ্রহ করে করোনা টেস্টের জন্য পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।