‘টিকা নিয়ে যাওয়া যাবে থাইল্যান্ডে, নভেম্বরে খুলছে পর্যটন কেন্দ্রগুলো’

অনলাইন ডেস্ক :

 

নভেম্বর থেকে দেশের প্রধান পর্যটন কেন্দ্রসমূহ খুলে দেওয়ার ঘোষণা দিয়েছে থাইল্যান্ড। করোনায় পর্যুদস্ত পর্যটন খাতকে চাঙ্গা করার চেষ্টায় দেশটির সরকার এ উদ্যোগ নিয়েছে। তবে করোনার দুই ডোজ টিকা নেওয়া দর্শনার্থীদের জন্য কোয়ারেন্টিনের বাধ্য বাধকতা তুলে নেওয়ার পরিকল্পনা করেছে থাইল্যান্ড। খবর এনডিটিভির।

 

দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ নেপাল ব্যাংককসহ ক্রবি, হুয়া হিন, পাতায়া এবং কোহ পায়াম পর্যটন কেন্দ্র নভেম্বরে পুনরায় খুলে দেওয়ার পরিকল্পনা করেছে। এর আগে জুলাই থেকে ফুকেট ও সামুই দ্বীপপুঞ্জ খুলে দেওয়া হয়। সেন্টার ফর কভিড-১৯ সিচুয়েশান এডমিনিস্ট্রেশন এ কথা জানিয়েছে। থাইল্যান্ডের অর্থনীতি প্রধানত পর্যটন শিল্প নির্ভর। করোনার অভিঘাতে এ খাত অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ক্ষতি কাটাতে দেশটি মহাপরিকল্পনা হাতে নিয়েছে।

থাইল্যান্ডে ২০১৯ সালে প্রায় চার কোটি পর্যটক ভ্রমণে আসে। ২০২০ সালে তার সংখ্যা নেমে ৬৭ লাখে দাঁড়ায়। এদিকে থাইল্যান্ডে গত শুক্রবার নতুন করে ১১ হাজার ৭৫৪ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন এবং মারা গেছের আরো ১২৩ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *