খেলার খবর: লা লিগায় রিয়াল মাদ্রিদকে হারিয়ে ৮৮ বছরের রেকর্ড ভাঙল বার্সেলোনা। এই ৮৮ বছর রিয়ালের সঙ্গে জয়ের ব্যবধানে পিছিয়ে ছিল কাতালানরা। গতকাল শনিবার রাতে ১-০ গোলে হারিয়ে নতুন ইতিহাস সৃষ্টি করেন মেসিরা।
এই প্রথম বার্সেলোনা রিয়াল মাদ্রিদের থেকে হেড টু হেড ব্যবধানে প্রথমবারের মতো এগিয়ে গেল। বার্সেলোনার রিয়ালের বিপক্ষে জয় ৯৬টি, রিয়ালের বার্সার বিপক্ষে জয় ৯৫টি।
বার্নাব্যুতে বার্সার হয়ে একমাত্র গোলটি করেন রাকিতিচ। ২৬ মিনিটের সময় রিয়ালের জালে বল জড়িয়ে তিনি এগিয়ে দেন বার্সাকে। এই ক্রোয়েটের গোলেই শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়েন মেসিরা।
এল ক্ল্যাসিকো ঘিরে সারা বিশ্বের ফুটবল ভক্তদের মাঝেই থাকে তীব্র উত্তেজনা। বিশ্ব ফুটবলের বড় বড় তারকাদের লড়াই দেখতে মুখিয়ে থাকেন দর্শকরা। এবার এল ক্ল্যাসিকোতে ফুটবল বিশ্ব দেখল অকল্পনীয় সেই মুহূর্ত। যেখানে দেখা যায় ক্ষিপ্ত মেসিকে।
ম্যাচে বিরতিতে যাওয়ার আগে বল দখলের লড়াইয়ের সময় সার্জিও রামোস কনুই দিয়ে আঘাত করেন মেসির মুখে। এর পরই খেপে যান মেসি!
রামোসের আঘাতে মেসি মাটিতে পড়ে গিয়েছিলেন। এর পরই উঠে রামোসের দিকে তেড়ে যান। একদম মুখের সামনে গিয়ে আঙুল নেড়ে নেড়ে কী যেন বলছিলেন। তবে রামোসও ছেড়ে কথা বলেননি। তাকেও দেখা মেসিকে লক্ষ্য করে বিড়বিড় করে কিছু বলতে। দুজনকে থামাতে শেষ পর্যন্ত রেফারিকে এগিয়ে আসতে হয়।