খেলার খবর : গোঁড়ালির ইনজুরিতে ভুগেছেন পল পগবা। ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ ওলে গুনার সোলশার নিশ্চিত করেছেন, আগামী ডিসেম্বর পর্যন্ত হয়তো এই মিডফিল্ডারকে মাঠের বাইরে থাকতে হতে পারে বলে ।
কোচ বলেছেন, ‘আমার মনে হয় না ডিসেম্বরের আগে তার ফেরা সম্ভব। কিছুদিনের জন্য তাকে বিশ্রামে থাকতেই হচ্ছে। প্রথমে মনে হয়েছিল, আগামী ২৪ নভেম্বর থেকে শুরু হওয়া আন্তর্জাতিক বিরতির আগে তাকে আমরা দলে পাব। কিন্তু এখন মনে হচ্ছে ডিসেম্বরের আগে সম্ভব নয়।’
উল্লেখ্য, মৌসুমের বেশির ভাগ সময়ই পগবা গোঁড়ালির ইনজুরিতে ভুগেছেন। চলতি মাসের শুরুতে নতুন করে আবারও ইনজুরি দেখা দেয়। ইউনাইটেডের হয়ে আগের পাঁচটি ম্যাচেও তিনি খেলতে পারেননি।