কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ায় নতুন করে ৩৭ করোনায় আক্রান্ত জন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ২,৪৮৪ দাঁড়ালো।
কুষ্টিয়ার মেডিকেল কলেজের প্রদত্ত তথ্য মতে পিসিআর ল্যাবে ১৯ আগস্ট ২০২০ মোট ৩৭৬ টি স্যাম্পলের (কুষ্টিয়া ১৮৩ , চুয়াডাঙ্গা ৫৯, ঝিনাইদহ ৮৪ ও মেহেরপুর ৫০) মধ্যে কুষ্টিয়া জেলার কুষ্টিয়া সদর উপজেলার ২৭ জন, কুমারখালী উপজেলার ২ জন, খোকসা উপজেলার ২ জন ও মিরপুর উপজেলার ৩ জন, দৌলতপুর উপজেলার ৩ জনসহ কুষ্টিয়ায় মোট ৩৭ জন নতুন করোনা রোগী সনাক্ত হয়েছে।
চুয়াডাঙ্গা জেলার ১৭ জন, ঝিনাইদহ জেলার ৩৩ জন ও মেহেরপুর জেলার ২৩ জন নতুন করোনা রোগী সনাক্ত হয়েছে। চুয়াডাঙ্গা জেলার ২ জন, ঝিনাইদহ জেলার ১ জন ও মেহেরপুর জেলার ৩ জনের ফলোআপ রিপোর্ট পজিটিভ। বাকিগুলোর ফলাফল নেগেটিভ৷
কুষ্টিয়া সদর উপজেলায় আক্রান্ত ২৭ জনের ঠিকানাঃ কোর্টপাড়া ২ জন, হরিনারায়ণপুর ১ জন, কাটিমারা ১ জন, সদর ১ জন, থানাপাড়া ৩ জন, মজুমদার লেন ১ জন, হাউজিং ২ জন, চৌড়হাস ১ জন, মোল্লাতে ঘোরিয়া ১ জন, পাটিকা বাড়ি ১ জন, শাতে বাড়ি ১ জন, গোপাল হর ১ জন, কেজিএইচ ৭ জন, পুলিশ লাইন কুষ্টিয়া ১ জন, আড়ুয়া পাড়া ১ জন ও নারকেল তলা ১ জন।
কুমারখালী উপজেলায় আক্রান্ত ২ জনের ঠিকানাঃ চাপড়া ১ জন ও খোর্দ বনগ্রাম ১ জন।
মিরপুর উপজেলায় আক্রান্ত ৩ জনের ঠিকানাঃ গোপালপুর ১ জন, ফুলবাড়িয়া ১ জন ও মহিষাখোলা ১ জন।
দৌলতপুর উপজেলায় আক্রান্ত ৩ জনের ঠিকানাঃ ফিলিপনগর ১ জন, উপজেলা দৌলতপুর ১ জন ও বাহিরমাদি চিলমারি ১ জন।
খোকসা উপজেলায় আক্রান্ত ২ জনের ঠিকানাঃ ফুলবাড়িয়া ১ জন ও জগলবা ১ জন।
এখন পর্যন্ত কুষ্টিয়ায় করোনা পজিটিভ রোগীর সংখ্যা মোট ২,৪৮৪ জন, এর মধ্যে সুস্থ হয়েছেন মোট ১,৭৩৯ জন এবং মৃত্যুবরণ করেছেন মোট ৫২ জন ( আজকে ২ জনের মৃত্যুসহ)।