বিশ্বে করোনাভাইরাসে বাড়ল দৈনিক মৃত্যু ও সংক্রমণ, কমলো দৈনিক সুস্থতাও

অনলাইন ডেস্ক : বিশ্বে করোনায় বাড়ল দৈনিক মৃত্যু ও সংক্রমণ। একইসঙ্গে উদ্বেগ বাড়িয়ে কমলো দৈনিক সুস্থতা। করোনায় সারা বিশ্বে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৮ লাখ ৭২ হাজার ৫৬৯ জনের। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৫ হাজার ৯৭১ জনের। গতকাল একদিনে মৃতের সংখ্যা ছিল ৫ হাজার ৭১৫।

মোট আক্রান্ত ২ কোটি ৬৪ লাখ ৯৯ হাজার ৫১২। একদিনে সংক্রমিত ২ লাখ ৯৮ হাজার ২৩০। গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ২ লাখ ৭৩ হাজার ৮৫। বিশ্বে মোট সুস্থ ১ কোটি ৭৬ লাখ ১৭ হাজার ৩২৮। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ লাখ ৯১ হাজার ৯৬৭ জন। গতকাল দৈনিক সুস্থতার সংখ্যা ছিল ২ লাখ ১৮ হাজার ৭৯৩।
করোনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত আমেরিকা ও ব্রাজিল। আমেরিকায় দৈনিক মৃত্যুর হার কমলেও বেড়েছে সংক্রমণ। সে দেশে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ১ লাখ ৮৭ হাজার ৭১০ জনের। একদিনে মৃত ৯৫৬ জন। আক্রান্ত ৬১ লাখ ৯৯ হাজার ৩৩৪। গত ২৪ ঘণ্টায় সংক্রমিত হয়েছেন ৫২ হাজার ৮১০ জন।

ব্রাজিলে দৈনিক মৃত্যুর পাশাপাশি বাড়ল সংক্রমণও। সে দেশে মোট মৃত্যু ১ লাখ ২৫ হাজার ৫০২। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৮৮৮ জনের। আক্রান্ত ৪০ লক্ষ ৯১ হাজার ৮০১। একদিনে সংক্রমিত ৫০ হাজার ১৬৩।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *