অনলাইন ডেস্ক : ভারতে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩০ হাজার ৫৪৮ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এছাড়া করোনার ছোবলে গত ২৪ ঘণ্টায় প্রাণ হারিয়েছেন ৪৩৫ জন। যা আগের সপ্তাহের তুলনায় বেশ খানিকটা কম। দৈনিক সংক্রমণের তুলনায় সুস্থতার হারও বেড়েছে উল্লেখযোগ্যভাবে।
সোমবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী, ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৮৮ লাখ ৪৫ হাজার ১২৭ জন। এর মধ্যে এই মুহূর্তে অ্যাকটিভ রোগী ৪ লাখ ৬৫ হাজার ৪৭৮ জন।
গত ২৪ ঘণ্টায় করোনার কবল থেকে সুস্থ হয়ে ফিরেছেন ৪৩ হাজার ৮৫১ জন রোগী, যা দৈনিক সংক্রমণের তুলনায় প্রায় ১৩ হাজার ৩০০ বেশি। এ নিয়ে সুস্থ হয়ে উঠেছেন মোট ৮২ লাখ ৪৯ হাজার ৫৭৯ জন। গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা কমেছে প্রায় একই হারে। অর্থাৎ রবিবারের তুলনায় সোমবার ১৩ হাজার ৭৩৮ জন কম সংক্রমিত হয়েছেন।
সূত্র : সংবাদ প্রতিদিন