ফেসবুক ৩০০’ কোটি ভুয়া অ্যাকাউন্ট সরাল

নিউজ ডেস্ক : তিনশ’ কোটির বেশি ভুয়া অ্যাকাউন্ট সরিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ, যা আগের যে কোনো সময়ের চেয়ে বেশি। প্রতিষ্ঠানের সর্বশেষ এনফোর্সমেন্ট রিপোর্টে এ তথ্য জানিয়েছে সংস্থাটি। 

২০১৮ সালের অক্টোবর হতে ২০১৯ সালের মার্চ মাস পর্যন্ত কী পরিমাণ পোস্ট এবং অ্যাকাউন্টের ওপর পদক্ষেপ নেওয়া হয়েছে তার বিস্তারিত প্রকাশ করা হয়েছে এই প্রতিবেদনে। এই ছয় মাসের মধ্যে তিনশ’ কোটির বেশি ভুয়া অ্যাকাউন্ট সরিয়েছে ফেসবুক।ভুয়া অ্যাকাউন্টের পাশাপাশি এই সময়ের মধ্যে রেকর্ড ৭০ লাখ “ঘৃণামূলক বক্তব্যের” পোস্ট সরিয়েছে বিশ্বের সবচেয়ে বড় এই সামাজিক মাধ্যমটি।

এছাড়া কী পরিমাণ মুছে ফেলা পোস্টের জন্য আপিল করা হয়েছে এবং যাচাইয়ের পর তা অনলাইনে ফেরত আনা হয়েছে তাও প্রথমবারের মতো জানিয়েছে ফেইসবুক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *