অনলাইন ডেস্ক : এইচএসসি ও সমমানের পরীক্ষা ছাড়াই অটোপাসের ফল প্রকাশ করতে সংসদে পাস হওয়া তিনটি বিলেই সম্মতি দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। সোমবার তিনি এই সম্মতি দেওয়ার পর বিলগুলো আইনে পরিণত হলো।
গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন সংসদের যুগ্ম সচিব তারিক মাহমুদ ইসলাম।
সূত্র জানায়, রাষ্ট্রপতি যেহেতু সম্মতি দিয়েছেন এখন যেকোনো দিন ফলাফল প্রকাশ করা হতে পারে। অটোপাসের ফল নির্ধারণ করা হবে এসএসসি ও জেএসসির পরীক্ষার ফলাফলের ভিত্তিতে।
২৪ জানুয়ারি জাতীয় সংসদে প্রথমে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ইন্টারমিডিয়েট অ্যান্ড সেকেন্ডারি এডুকেশন (অ্যামেন্ডমেন্ট) বিল-২০২১ পাসের জন্য উত্থাপন করেন। পরে তা কণ্ঠভোটে পাস হয়। এরপর বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড (সংশোধন) বিল-২০২১ ও বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড (সংশোধন) বিল-২০২১ বিল দুটি পাস হয়।