অনলাইন ডেস্ক : দেশে এ পর্যন্ত ১০৪ জন চিকিৎসক করোনায় আক্রান্ত হয়েছে। এর মধ্যে সিলেটের এক বিশেষজ্ঞ চিকিৎসকের (ডা. মঈন) মৃত্যু হয়েছে। এছাড়া প্রায় দুই শতাধিক স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত হয়েছে।
বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ) এ তথ্য নিশ্চিত করেছে। তাদের দেওয়া তথ্যমতে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে রাজধানী ঢাকায়।
বিএমএ প্রদত্ত তথ্যে দেখা গেছে, ঢাকা বিভাগের মধ্যে নরসিংদীতে ৩ জন, গাজীপুর ৭ জন, নারায়ণগঞ্জ ১৪ জন, কিশোরগঞ্জ ২১ জন, ঢাকা ৩৮ জন, মাদারীপুর ২ জন চিকিৎসক আক্রান্ত হয়েছেন। চট্টগ্রাম বিভাগের কুমিল্লয় দুজন, ব্রাহ্মণবাড়িয়ায় তিনজন, নোয়াখালীতে একজন, চাঁদপুরে একজন, লক্ষ্মীপুর একজন এবং চট্টগ্রাম জেলায় একজন চিকিৎসক আক্রান্ত হয়েছেন।
এছাড়া ময়মনসিংহ বিভাগের মধ্যে শেরপুরের দুইজন, ময়মনসিংহ জেলায় তিনজন।
বরিশাল বিভাগের মধ্যে বরিশাল জেলায় তিনজন, রংপুর বিভাগের মধ্যে রংপুর জেলায় দুইজন, খুলনা বিভাগের মধ্যে খুলনা শহরে একজন, সিলেট বিভাগের মধ্যে সিলেট একজন করোনাভাইসারে আক্রান্ত হয়েছেন। সিলেটে করোনা আক্রান্ত ওই চিকিৎসকের ইতিমধ্যে মৃত্যু হয়েছে (ডা. মঈন)।