কুষ্টিয়ায় নতুন করে ২২ জন করোনাভাইরাসে আক্রান্ত

কুষ্টিয়া প্রতিনিধি :

 

কুষ্টিয়ায় নতুন করে ২২ করোনায় আক্রান্ত জন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৪,২২৭ দাঁড়ালো ।

 

কুষ্টিয়ার মেডিকেল কলেজের প্রদত্ত তথ্য মতে, পিসিআর ল্যাবে ০৬ এপ্রিল ২০২১ খ্রিস্টাব্দ তারিখ মোট ২৮২টি স্যাম্পলের (কুষ্টিয়া জেলার ৯৫টি, চুয়াডাঙ্গা জেলার ৪৫টি, ঝিনাইদহ জেলার ৬৪টি, মেহরপুর জেলার ১৭টি এবং বিদেশ গমন ইচ্ছুক ব্যক্তিদের ৬১টি) স্যাম্পলের টেষ্ট করা হয়েছে। এর মধ্যে কুষ্টিয়া জেলার ২২টি, চুয়াডাঙ্গা জেলার ০৯টি, ঝিনাইদহ জেলার ১৩টি, মেহেরপুর জেলার ০২টি এবং বিদেশ গমন ইচ্ছুক ব্যক্তিদের ০২টি স্যাম্পলের ফলাফল পজিটিভ এসেছে এবং বাকি সবগুলো স্যাম্পলের ফলাফল নেগেটিভ এসেছে।
কুষ্টিয়া জেলায় কোভিড-১৯ ভাইরাসে এ আক্রান্ত ২২জন ব্যক্তির মধ্যে ১১জন কুষ্টিয়া সদর উপজেলার, ০৫ জন কুমারখালী উপজেলার, ০১ জন খোকসা উপজেলার, ০৪ জন দৌলতপুর উপজেলার এবং ০১ জন মিরপুর উপজেলার।
কুষ্টিয়া সদর উপজেলার কোভিড ১৯ আক্রান্ত ১১জন ব্যক্তির ঠিকানাঃ
১) ০১জন কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।
২) ত্রিমোহনী, কুষ্টিয়া সদর, কুষ্টিয়া।
৩) মঙ্গলবাড়িয়া, কুষ্টিয়া সদর, কুষ্টিয়া।
৪) কালিশংকরপুর , কুষ্টিয়া সদর, কুষ্টিয়া।
৫) হাউজিং, কুষ্টিয়া সদর, কুষ্টিয়া।
৬) চৌড়হাস, কুষ্টিয়া সদর, কুষ্টিয়া।
৭) হরিশংকরপুর, কুষ্টিয়া সদর, কুষ্টিয়া।
৮) এসবি রোড, আমলাপাড়া, কুষ্টিয়া সদর, কুষ্টিয়া।
৯)কোর্টপাড়া, কুষ্টিয়া সদর, কুষ্টিয়া।
১০) থানাপাড়া, কুষ্টিয়া সদর, কুষ্টিয়া।
১১)থানাপাড়া, কুষ্টিয়া সদর, কুষ্টিয়া।
কুমারখালী উপজেলায় কোভিড-১৯ এ আক্রান্ত ০৫জন ব্যক্তির ঠিকানাঃ
১) খলিশাদহ, কুমারখালী, কুষ্টিয়া।
২) দুর্গাপুর, কুমারখালী, কুষ্টিয়া।
৩) কয়া, কুমারখালী, কুষ্টিয়া।
৪) শেরকান্দি, কুমারখালী, কুষ্টিয়া।
৫)শিবরামপুর, কুমারখালী, কুষ্টিয়া।
খোকসা উপজেলায় কোভিড-১৯ এ আক্রান্ত ১জন ব্যক্তির ঠিকানাঃ
১) শোমসপুর, খোকসা, কুষ্টিয়া।
দৌলতপুর উপজেলায় কোভিড-১৯ এ আক্রান্ত ০৪জন ব্যক্তির ঠিকানাঃ
১) মাজধিরা, দৌলতপুর, কুষ্টিয়া।
২)জুনিয়াদহ, ভেড়ামার, দৌলতপুর, কুষ্টিয়া।
৩) বাওগান, দৌলতপুর, কুষ্টিয়া।
৪)টিকাকালা, ধর্মদহ, দৌলতপুর, কুষ্টিয়া।
মিরপুর উপজেলায় কোভিড-১৯ এ আক্রান্ত ০১ জন ব্যক্তির ঠিকানাঃ
০১)উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, মিরপুর, কুষ্টিয়া।
এখন পর্যন্ত কুষ্টিয়ায় করোনা পজিটিভ রোগীর সংখ্যা মোট ৪,২২৭ জন, এর মধ্যে সুস্থ হয়েছেন মোট ৩,৯০১জন এবং মৃত্যুবরণ করেছেন মোট ৯২জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *