ফ্রান্সে মহানবী (স:) ব্যাঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে যশোর সদরের ফতেপুরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল

এবিএস রনি, যশোর : ফ্রান্সের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় মহানবী হযরত মুহাম্মদ (সঃ) কে নিয়ে ব্যাঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে যশোর সদর উপজেলার ফতেপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ড দাইতলা-ফতেপুর গ্রামের রাসুল প্রেমিকগণ বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে। শুক্রবার জুম্মাবাদ এলাকার বিভিন্ন মসজিদ থেকে মিছিল সহকারে জমায়েত হন দাইতলা বাজারে। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রোনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিশ্বনেতাদের প্রতি আহবান জানান। একইসাথে ফ্রান্সের পণ্য বর্জন করারও আহবান জানান তারা।
বিশিষ্ট সমাজসেবক মশিউর রহমান এর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, ৭নং ওয়ার্ডের মেম্বর তবিবর রহমান, দাইতলা মসজিদের সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম, ফতেপুর উত্তরপাড়া মসজিদের সাধারণ সম্পাদক কায়েম আলী, দাইতলা হাফেজিয়া মাদ্রাসার মুহ্তামিম হাফেজ আব্দুল মজিদ, ফতেপুর হাফেজিয়া মাদ্রাসার মুহ্তামিম হাফেজ মাওলানা রুহুল কুদ্দুস, ফতেপুর দক্ষিণপাড়া মসজিদের ইমাম মাওলানা শরিফুল ইসলাম, দাইতলা মসজিদের ইমাম হাফেজ মাওলানা জাহাঙ্গীর আলম, ফতেপুর হাফেজিয়া মাদ্রাসার শিক্ষক হাফেজ মাওলানা তৌহিদুর রহমান, ভায়না রাজাপুর মাদ্রাসার মুহ্তামিম মুফ্তি আব্দুল ওয়াদুদ, দাইতলা সরদারপাড়া মসজিদের ইমাম হাফেজ সোহানুর রহমান সোহান, দাইতলা স্কুল মসজিদের ইমাম হাফেজ জিল্লুর রহমান, ইয়াসিন আরাফাত, প্রমুখ।
সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি ফতেপুর উত্তরপাড়া জামে মসজিদে গিয়ে শেষ হয়। সেখানে ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রোনের ছবিতে আগুন দিয়ে বিক্ষোভ করেন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *