কুষ্টিয়ায় নতুন করে ৩৯ জন করোনাভাইরাসে আক্রান্ত, মোট সনাক্ত ২,৩৮৭ জন

কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ায় নতুন করে ৩৯ করোনায় আক্রান্ত জন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ২,৩৮৭ দাঁড়ালো।

কুষ্টিয়ার মেডিকেল কলেজের প্রদত্ত তথ্য মতে পিসিআর ল্যাবে ১৭ আগস্ট ২০২০ মোট ৩৭৬ টি স্যাম্পলের (কুষ্টিয়া ১৩৯ , চুয়াডাঙ্গা ৯৯, ঝিনাইদহ ৮১, নড়াইল ১১ ও মেহেরপুর ৪৬) মধ্যে কুষ্টিয়া জেলার কুষ্টিয়া সদর উপজেলার ২২ জন, দৌলতপুর ৪ জন ও ভেড়ামারা ১ জনসহ কুষ্টিয়ায় মোট ২৭ জন (ঢাকার ল্যাব রিপোর্টে ১২ জনসহ মোট ৩৯ জন) নতুন করোনা রোগী সনাক্ত হয়েছে।

চুয়াডাঙ্গা জেলার ৪৫ জন, ঝিনাইদহ জেলার ২৬ জন, নড়াইল জেলার ৩ জন ও মেহেরপুর জেলার ১৫ জন নতুন করোনা রোগী সনাক্ত হয়েছে। চুয়াডাঙ্গা জেলার ১৩ জনের ফলোআপ রিপোর্ট পজিটিভ। বাকিগুলোর ফলাফল নেগেটিভ৷

কুষ্টিয়া সদর উপজেলায় আক্রান্ত ২২ জনের ঠিকানাঃ হাউজিং ২ জন, হাউজিং ডি ব্লক ১ জন, গোশালা মোড় ১ জন, কেজিএইচ ১ জন, বারখাদা ২ জন, ১৪৭- এনএস রোড ১ জন, জুগিয়া ১ জন, জুগিয়া মন্ডল পাড়া ১ জন, কালিশংকরপুর ২ জন, কুমারগাড়া ১ জন, মজমপুর ১ জন, হেলথ কেয়ার কুষ্টিয়া ১ জন, নীলপাড়া ১ জন, চাউলের বর্ডার ১ জন, কুষ্টিয়া সদর ৩ জন ও আড়ুয়া পাড়া ২ জন।

দৌলতপুর উপজেলায় আক্রান্ত ৪ জনের ঠিকানাঃ চক ঘোগা ৩’জন ও কয়পাল ১ জন।

ভেড়ামারা উপজেলায় আক্রান্ত ১ জনের ঠিকানাঃ মোসলেমপুর ১ জন।

ঢাকায় পাঠানো ৬৭ টি স্যাম্পলের মধ্যে ১২ জন নতুন করোনা রোগী সনাক্ত হয়েছে।

এখন পর্যন্ত কুষ্টিয়ায় করোনা পজিটিভ রোগীর সংখ্যা মোট ২,৩৮৭ জন, এর মধ্যে সুস্থ হয়েছেন মোট ১৬৭৩ জন এবং মৃত্যুবরণ করেছেন মোট ৪৮ জন ( আজকে ভেড়ামারা উপজেলার ২ জনের মৃত্যুসহ)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *