কুষ্টিয়ায় নতুন করে ৮ জন করোনাভাইরাসে আক্রান্ত

কুষ্টিয়া প্রতিনিধি :

 

 

কুষ্টিয়ায় নতুন করে ৮ করোনায় আক্রান্ত জন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৪,৬৩৩ দাঁড়ালো ।

 

 

কুষ্টিয়ার মেডিকেল কলেজের প্রদত্ত তথ্য মতে, পিসিআর ল্যাবে ০৩ মে ২০২১ খ্রিস্টাব্দ তারিখ মোট ২৪৪ টি স্যাম্পলের (কুষ্টিয়া জেলার ১২৬টি, মেহেরপুর জেলার ২৩টি, চুয়াডাঙ্গা জেলার ৩৭ টি, ঝিনাইদহ জেলার ৪৪টি এবং বিদেশ গমন ইচ্ছুক ব্যক্তিদের ১৪ টি) স্যাম্পলের টেষ্ট করা হয়েছে এবং সিভিল সার্জন অফিস, কুষ্টিয়া এর তথ্য মতে কুষ্টিয়া জেলায় ১৯ টি কোভিড-১৯ র্যাপিড এন্টিজেন টেস্ট করা হয়েছে। এর মধ্যে কুষ্টিয়া জেলার মোট ০৮টি, চুয়াডাঙ্গা জেলায় ০২টি, ঝিনাইদহ জেলায় ০৪টি এবং মেহেরপুর জেলায় ০৩টি স্যাম্পলের ফলাফল পজিটিভ এসেছে এবং বাকি সবগুলো স্যাম্পলের ফলাফল নেগেটিভ এসেছে।
কুষ্টিয়া জেলায় কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত মোট ০৮ জন ব্যক্তির মধ্যে ০৫ জন সদর উপজেলার, ০১ জন কুমারখালী উপজেলার এবং ০২ জন মিরপুর উপজেলার।
কুষ্টিয়া সদর উপজেলায় কোভিড-১৯ আক্রান্ত ০৫ জন ব্যক্তিদের ঠিকানাঃ
১) ০১ জন কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।
২) র্যাব গলি, মজমপুর, কুষ্টিয়া সদর, কুষ্টিয়া।
৩) রাজার হাট , কুষ্টিয়া সদর, কুষ্টিয়া।
৪) মিনা হাউজ, পূর্ব মজমপুর, কুষ্টিয়া সদর, কুষ্টিয়া।
৫) কোর্টপাড়া, কুষ্টিয়া সদর, কুষ্টিয়া।
কুমারখালী উপজেলায় কোভিড-১৯ আক্রান্ত ০১ জন ব্যাক্তিদের ঠিকানাঃ
১) মির্জাপুর, শিলাইদহ, কুমারখালী, কুষ্টিয়া।
 মিরপুর উপজেলায় কোভিড-১৯ আক্রান্ত ০২ জন ব্যাক্তিদের ঠিকানাঃ
১) মোশাররফপুর, মিরপুর, কুষ্টিয়া।
২) বামনগাড়ি, হালসা, মিরপুর, কুষ্টিয়া।
এখন পর্যন্ত কুষ্টিয়ায় করোনা পজিটিভ রোগীর সংখ্যা মোট ৪,৬৩৩ জন, এর মধ্যে সুস্থ হয়েছেন মোট ৪,৩৫৮ জন এবং মৃত্যবরণ করেছেন ১০৭ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *