কুষ্টিয়ায় বিধিনিষেধ আরোপ করে গণবিজ্ঞপ্তি জারি

কুষ্টিয়া প্রতিনিধি :

 

 

 

 

 

করোনার ভাইরাস (কোভিট-১৯) বিস্তার ঠেকাতে কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

 

 

 

 

 

 

কুষ্টিয়ার জেলা প্রশাসন মোহাম্মদ সাইদুল ইসলাম জনসাধারণের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত ও করোনাভাইরাস (কোভিট-১৯) বিস্তার রোধে এ জেলায় কিছু কঠোর বিধিনিষেধ আরোপ করেছেন।

 

 

 

 

 

 

কুষ্টিয়ার জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম এ–সংক্রান্ত গণবিজ্ঞপ্তিটি রোববার রাত ১২টায় জারি করেন।

 

 

 

 

 

 

বিধিনিষেধ আরোপে করে গণবিজ্ঞপ্তি বলা হয়েছে ৬ জুন মধ্যরাত থেকে ১৬ জুন মধ্যরাত পর্যন্ত জেলায় এ বিধিনিষেধ বহাল থাকবে। জারি করা গণবিজ্ঞপ্তি মোতাবেক জেলায় দোকানপাট ও শপিং মল সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত কঠোর স্বাস্থ্যবিধি মেনে খোলা রাখা যাবে। তবে স্বাস্থ্যবিধি ভঙ্গ হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

 

 

 

 

 

 

বিধিনিষেধ বলা হয়েছে সব ধরনের পর্যটনকেন্দ্র, রিসোর্ট, কমিউনিটি সেন্টার ও বিনোদনকেন্দ্র বন্ধ থাকবে।

 

 

 

 

 

 

জনসমাবেশ হয়—এ ধরনের সামাজিক অনুষ্ঠান, রাজনৈতিক ও ধর্মীয় আচার-অনুষ্ঠান বন্ধ থাকবে।

 

 

 

 

 

 

রাত আটটার পর খাবারের দোকান, হোটেল-রেস্তোরাঁ, কাঁচাবাজার, খুচরা ও পাইকারি বাজারসহ সব ধরনের ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রাখতে হবে। তবে খাবারের দোকান ও হোটেল–রেস্তোরাঁগুলো অনলাইনে অর্ডারের ভিত্তিতে খাবার সরবরাহ করতে পারবে। কোনো অবস্থাতেই হোটেল-রেস্তোরাঁয় বসে খাবার খাওয়া যাবে না।

 

 

 

 

 

 

রাস্তা ও পাড়া-মহল্লার চায়ের দোকান সন্ধ্যা সাতটার পর বন্ধ রাখতে হবে।

 

 

 

 

 

আন্তজেলাসহ সব ধরনের গণপরিবহন আসনসংখ্যার অর্ধেক যাত্রী নিয়ে চলাচল করতে পারবে। তবে অবশ্যই যাত্রীসহ সংশ্লিষ্ট সবাইকে মাস্ক পরতে হবে।

 

 

 

 

 

 

শিল্পকারখানা স্বাস্থ্যবিধি অনুসরণ করে নিজস্ব ব্যবস্থাপনায় চালু থাকবে। তবে শ্রমিকদের নিজ নিজ প্রতিষ্ঠানকে নিজস্ব পরিবহন ব্যবস্থাপনায় আনা-নেওয়া করতে হবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *