ইকরামুল ইসলাম, বেনাপোল প্রতিনিধি :
যশোরের শার্শায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মীর আলিফ রেজা’র সাথে উপজেলায় কর্মরত সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় নবাগত ইউএনও মীর আলিফ রেজাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান সাংবাদিকরা।
সাতক্ষীরার আশাশুনি উপজেলা থেকে তিনি গত ২রা মার্চ যশোরের শার্শা উপজেলায় যোগদান করেছেন।
উক্ত মতবিনিময় সভায় উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু’র সভাপতিত্বে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভুমি) রাসনা শারমিন মিথী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া ফেরদৌস, শার্শা প্রেসক্লাব’র সভাপতি এমএ মুন্নাফ, সাধারণ সম্পাদক ইয়ানুর রহমান, সাংগঠনিক সম্পাদক ওসমান গনি, বেনাপোল বন্দর প্রেসক্লাব’র সভাপতি শেখ কাজিম উদ্দিন, সাধারণ সম্পাদক আজিজুল হক, বিবিএস নিউজ টোয়েন্টিফোর ডট কম নির্বাহী সম্পাদক ইকরামুল ইসলাম আব্দুর রহমান, নজরুল ইসলাম প্রমূখ।
পরে উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন।