কুষ্টিয়ায় করোনা প্রতিরোধে ভ্রাম্যমান আদালতের অভিযানে ৯১ জনের অর্থদন্ড

কুষ্টিয়া প্রতিনিধি :

 

করোনা ভাইরাসজনিত রোগ কোভিড-১৯ বিস্তার রোধকল্পে ৩০/০৭/২০২১ তারিখে করোনা ভাইরাসজনিত রোগ (কোভিড-১৯) বিস্তার রোধকল্পে সমগ্র কুষ্টিয়া জেলায় কঠোর বিধি-নিষেধ (লকডাউন) আরোপ সংক্রান্ত নির্দেশনাসমূহ বাস্তবায়নের লক্ষ্যে সংশ্লিষ্ট আইনে কুষ্টিয়া জেলা শহর, কুষ্টিয়া পৌরসভাধীন এলাকা ও বিভিন্ন উপজেলাসমূহে মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়৷উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ, সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ ও জেলা প্রশাসনের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণের নেতৃত্বে পরিচালিত অভিযানে বিভিন্ন রকম সচেতনতামূলক কার্যক্রমের পাশাপাশি মোবাইল কোর্টের মাধ্যমে অর্থদন্ড প্রদান করা হয়।

 

কুষ্টিয়া জেলায় পরিচালিত মোবাইল কোর্টের মোট অভিযান ১০ টি, মামলার সংখ্যা ৬২ টি,
অর্থদন্ডে দন্ডিত ব্যক্তির সংখ্যাঃ ৯১ জন, কারাদন্ডে দন্ডিত ব্যক্তির সংখ্যাঃ নেই, আদায়কৃত জরিমানার ৪৯,৮০০/- টাকা

 

 

যেসব আইনে মোবাইল কোর্ট পরিচালিত হয়েছেঃসংক্রামক রোগ ( প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মুল) আইন, ২০১৮,
দন্ডবিধি,১৮৬০

 

জনস্বার্থে জেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *