অনলাইন ডেস্ক :
করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্টের সন্ধান পাওয়া গেছে দক্ষিণ আফ্রিকায়। এই ভ্যারিয়েন্টটি বহুবার রূপ বদল করতে পারে। সম্প্রতি করোনার সংক্রমণ বাড়ার পেছনে এটি দায়ী বলে বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকার বিজ্ঞানীরা জানিয়েছেন।
ভাইরাসবিদ তুলিও ডি অলিভেইরা বলেছেন, ‘দুর্ভাগ্যবশতঃ আমরা নতুন একটি ভ্যারিয়েন্ট শনাক্ত করেছি, যেটি দক্ষিণ আফ্রিকায় উদ্বেগের কারণ।’
তিনি জানিয়েছেন, বৈজ্ঞানিকভাবে B.1.1.529 হিসেবে চিহ্নিত ভাইরাসটি বহুবার নিজের মধ্যে রূপান্তর ঘটাতে পারে। বতসোয়ানা ও হংকং থেকে দক্ষিণ আফ্রিকায় আসা ভ্রমণকারীদের মধ্যেও এই ভ্যারিয়েন্টটি পাওয়া গেছে।
স্বাস্থ্যমন্ত্রী জো ফাহলা জানিয়েছেন, এই ভ্যারিয়েন্টটি অত্যন্ত উদ্বেগের কারণ। কারণ সম্প্রতি দক্ষিণ আফ্রিকায় ব্যাপক হারে সংক্রমণ বৃদ্ধির পেছনে এটি দায়ী।
চলতি মাসের প্রথম দিকে দক্ষিণ আফ্রিকায় করোনায় দৈনিক সংক্রমণের গড় ছিল প্রায় ১০০। কিন্তু বুধবার দেশটিতে ২৪ ঘণ্টায় এক হাজার ২০০ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।