

কুষ্টিয়া প্রতিনিধি :
কুষ্টিয়া-মেহেরপুর সড়কে পিকআপের ধাক্কায় দিপু চন্দ্র (৩৫) নামে সিএনজিচালিত অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরও একজন আহত হয়েছেন।
নিহত দিপু চন্দ্র নাটোর জেলার সিংড়া উপজেলার চৌগ্রাম এলাকার নরেশ চন্দ্রের ছেলে।
শুক্রবার (১৮ মার্চ) সকালে কুষ্টিয়া-মেহেরপুর সড়কের মশান বাজারের কাছে এ দুর্ঘটনাটি ঘটে।
জানা গেছে, পাবনা থেকে ছেড়ে আসা ডিমবোঝাই পিকআপটি কুষ্টিয়ার দিক থেকে আসা একটি অটোরিকশাকে ধাক্কা দিলে দুই যাত্রী গুরুতর আহত হন। তাদেরকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় দিপু চন্দ্রের মৃত্যু হয়।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বিষয়টি নিশ্চিত করেছেন।