

চুয়াডাঙ্গা প্রতিনিধি:
চুয়াডাঙ্গায় চলন্ত ট্রাকে উঠতে গিয়ে ট্রাকচাপায় পিন্টু মল্লিক (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এর আগে বেলা আড়াইটার দিকে শহরের কোর্টমোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত পিন্টু মল্লিক পৌর এলাকার বড় মসজিদপাড়ার রবি মল্লিকের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার দুপুরে জীবননগরগামী একটি চলন্ত ট্রাকে উঠতে যায় পিন্টু মল্লিক। এ সময় পা পিছলে নিচে পড়ে যান তিনি। এতে পিন্টু মল্লিকের বাম পা ট্রাকের চাকায় পিষ্ট হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. নূরজাহান খাতুন রুমি জানান, রোগীর অবস্থা গুরুতর হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পরামর্শ দেয়া হয়েছিল। এর আগেই রক্তক্ষরণে তার মৃত্যু হয়।










