কুষ্টিয়া প্রতিনিধি :
দূর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ বিশ্ব স্লোগানে সারা দেশের ন্যায় কুষ্টিয়াতেও আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে শুক্রবার (৯ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় কুষ্টিয়া দুর্নীতি দমন কমিশন, কুষ্টিয়া জেলা প্রশাসন ও দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়।
শোভাযাত্রা শেষে কুষ্টিয়া কালেক্টরেট চত্বরে জাতীয় পতাকা উত্তোলন শেষে মানববন্ধন এবং দিবসটির তাৎপর্য তুলে ধরে জেলা প্রশাসকের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দুর্নীতি দমন কমিশন কুষ্টিয়ার উপ-পরিচালক শহীদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, কুষ্টিয়া জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম ও পুলিশ সুপার খাইরুল আলম। এসময় জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। দূর্নীতিকে না বলতে জেলার সকল সামাজিক ও সাংস্কৃতিক এবং স্বেচ্ছাসেবী সংস্থাগুলি নিজ নিজ ব্যানারে সংহতি জানিয়ে অংশ নেয়।
অপরদিকে জেলার দৌলতপুরেও একই স্লোগানে বা প্রতিপাদ্য নিয়ে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে আজ শুক্রবার সকাল সাড়ে ৯টায় দৌলতপুর উপজেলা পরিষদ চত্বরে জাতীয় সংগীতের মধ্যদিয়ে জাতীয় পতাকা উত্তোলন, মানববন্ধন ও আলোচনা অনুষ্ঠিত হয়।
দৌলতপুর দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নজরুল ইসলামের সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল জব্বার। স্বাগত বক্তব্য রাখেন, দৌলতপুর দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ আবু সাইদ মো. আজমল হোসেন। বক্তব্য রাখেন, দৌলতপুর নির্বাচন অফিসার মো. গোলাম আজম, দৌলতপুর মাধ্যমিক শিক্ষা অফিসার সরদার মো. আবু সালেক ও দৌলতপুর কলেজের প্রভাষক ফারজানা ববি লিনা।
আলোচনা সভার আগে দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল জব্বারের নেতৃত্বে দুর্নীতিবিরোধী র্যালি বের হয়। র্যালিটি উপজেলা পরিষদ চত্বরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে উপজেলা পরিষদ বাজারে প্রধান সড়কে মানববন্ধন অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন ও দৌলতপুর দুর্নীতি প্রতিরোধ কমিটি আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবসের আয়োজন করে।