এবার বাংলাদেশের নাটকে অনুপমের গান

অনলাইন ডেস্ক :

 

কলকাতার জনপ্রিয় সংগীতশিল্পী অনুপম রায় ওপারের মতো এপার বাংলার মানুষের কাছেও ভীষণ প্রিয়। বাংলাদেশে অনেকবারই এসেছেন গানের সূত্রে। আর এবার এ দেশের নাটকে যুক্ত হলেন একই কারণে। ঈদের নাটক ‘আদরে থেকো’তে গেয়েছেন তিনি।

 

ইশতিয়াক আহমেদের পাণ্ডুলিপিতে এটি পরিচালনা করেছেন মোহন আহমেদ। অভিনয়ের পাশাপাশি নাটকটি প্রযোজনা করেছেন অভিনেতা নিলয় আলমগীর। এই নাটকের গানেই কণ্ঠ দিয়েছেন অনুপম।
পরিচালক মোহন আহমেদ বলেন, ‘শুটিংয়ে যাওয়ার সময় গাড়িতে আমি অনুপম রায়ের গান শুনি।

আমি মোটামুটি অনুপম রায়ের বড় ভক্ত। তার সব গান আমার শোনা। কথায় কথায় বললাম, অনুপম রায়ের মতো গান। তখন প্রযোজক-অভিনেতা নিলয় ভাই বললেন, অনুপমকে দিয়েই গান করানো যায় কি না।
বললেন, ‘চেষ্টা করে দেখুন। যদি অপশন থাকে তাহলে করে ফেলি।’ এভাবেই অনুপমের যুক্ততা।’ 

রেদোয়ান রনির ‘চোরাবালি’ সিনেমার জন্য গান গেয়েছিলেন অনুপম। সে সময় এই সিনেমার সহকারী পরিচালক ছিলেন মোহন।

অনুপমের সেই ‘চোরাবালি’ গান শুনেই অনুপমের ভক্ত হন এই নির্মাতা। 

ইশতিয়াক আহমেদের রচনায় নাটকে আরো যারা অভিনয় করেছেন তারা হলেন- জান্নাতুল সুমাইয়া হিমি, শতাব্দী ওয়াদুদ, জিন্নাত ফারজানা চাঁদনী, জাবেদ গাজী, মুন্তাহা এমেলিয়া, জাকির হোসেন রাসেল প্রমুখ। ঈদের সময় নাটকটি ‘নাফ এন্টারটেইনমেন্ট’ চ্যানেলে মুক্তি পাবে। অনুপম রায়ের বক্তব্য দিয়েই শুরু হবে নাটকের প্রচারকাজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *