ইসরায়েলের নির্বিচার হামলায় দুই দিনে প্রায় চারশ ফিলিস্তিনি নিহত

অনলাইন ডেস্ক :

 

ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলায় ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় গত দু’দিনে প্রায় ৪০০ ফিলিস্তিনি নিহত হয়েছে। এরই মধ্যে সেখানে নিহত ফিলিস্তিনির সংখ্যা ২০,০০০ ছাড়িয়ে গেছে।

 

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় শুক্রবার রাতে তাদের সর্বশেষ পরিসংখ্যান প্রকাশ করেছে। এতে বলা হয়েছে, বুধবার থেকে শুক্রবার পর্যন্ত গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার বোমাবর্ষণে নারী ও শিশুসহ ৩৯০ ফিলিস্তিনি নিহত ও ৭৩৪ জন আহত হয়েছে।

 

এর ফলে গাজায় মোট নিহতের সংখ্যা ২০,০৫৭ জনে পৌঁছেছে, যাদের মধ্যে অন্তত ৮,০০০ শিশু ও ৬,২০০ নারী রয়েছেন। জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ গাজা উপত্যকাকে ‘শিশুদের জন্য সবচেয়ে বিপজ্জনক স্থান’ বলে অভিহিত করেছে।

 

ইউনিসেফের পশ্চিম এশিয়া, পূর্ব ও দক্ষিণ আফ্রিকা বিষয়ক আঞ্চলিক পরিচালক অ্যাডেলে খোদর বলেছেন, শিশুদের বসবাস, খেলাধুলা ও স্কুল গমনের নিরাপদ স্থান হিসেবে বিবেচিত গাজার বহু আবাসিক এলাকা এখন সম্পূর্ণ ধ্বংসস্তুপে পরিণত হয়েছে এবং এসব স্থানে এখন আর প্রাণের কোনও অস্তিত্ব নেই। সূত্র: আল জাজিরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *