অনলাইন ডেস্ক :
সরকারের পদত্যাগ, নির্বাচন বর্জনের দাবি এবং অসহযোগ আন্দোলনের পক্ষে আবারও লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি দিয়েছে বিএনপি। আগামী ২, ৩ ও ৪ জানুয়ারি তিন দিন বিএনপি ও সমমনা দলের নেতাকর্মীরা এ কর্মসূচি পালন করবেন।
সোমবার সন্ধ্যায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ এ কর্মসূচি ঘোষণা করেন।
রিজভী বলেন, মঙ্গলবার (২ জানুয়ারি), বুধবার (৩ জানুয়ারি) ও বৃহস্পতিবার (৪ জানুয়ারি) অসহযোগ আন্দোলনের পক্ষে লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি পালন করবে বিএনপিসহ সমমনা জোট ও দলগুলো।