

অনলাইন ডেস্ক :
এক মিনিট আট সেকেন্ডের টিজারে দুর্দান্ত ভিজ্যুয়ালি ইফেক্ট, রঙের খেলা এবং ব্যাকগ্রাউন্ডের ‘জাঠারা’ (সম্মাক্কা সরলাম্মা জাঠারা নামেও পরিচিত) সিকোয়েন্স সবাইকে অবাক করে দিয়েছে। ‘জাঠারা’ ভারতের তেলাঙ্গনা রাজ্যে উদযাপিত হিন্দু উপজাতীয় দেব-দেবীদের সম্মানের একটি উৎসব। প্রতিবছর ১০ মিলিয়নেরও বেশি ভক্ত এই চার দিনের উৎসবে অংশগ্রহণ করে।
টিজার প্রকাশের আগে আল্লু অর্জুন তাঁর সিনেমার নতুন পোস্টার শেয়ার করে ভক্তদের উপহার দিয়েছেন।
২০২১ সালে মুক্তি পায় আল্লু অর্জুন অভিনীত ‘পুষ্পা।
সুকুমারের লেখা ও পরিচালনায় ‘পুষ্পা : দ্য রুল’-এ আল্লু অর্জুন, ফাহাদ ফাসিল এবং রশ্মিকা মান্দানা প্রধান ভূমিকায় অভিনয় করছেন। গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে ধনঞ্জয়, রাও রমেশ, সুনীল এবং অনসূয়া ভরদ্বাজকে। সিনেমাটি এ বছর ১৫ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।