কুষ্টিয়ায় জুলাই গণঅভ্যুত্থানে আহতদের মাঝে হেলথ কার্ড ও ঈদ সামগ্রী বিতরণ

কুষ্টিয়া প্রতিনিধি :

কুষ্টিয়া জেলায় জুলাই গণঅভ্যুত্থানে আহতদের মাঝে জেলা প্রশাসনের পক্ষ থেকে হেলথ কার্ড ও ঈদ-উল-আজহার উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

আজ মঙ্গলবার (৩ জুন) বেলা সাড়ে ১১টার সময় কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসনের পক্ষ থেকে এসব সামগ্রী বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) ফয়সাল হোসেন এবং কুষ্টিয়ার সিভিল সার্জন ডা. শেখ মোহাম্মদ কামাল হোসেন।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি আব্দুল্লাহ আল মাহমুদ, কুষ্টিয়া জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব মোস্তাফিজুর রহমান এবং জুলাই গণঅভ্যুত্থানে আহত রফিকুল ইসলাম, শরিফুল ইসলাম, নাজমুস সাকিব প্রমুখ।

অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানে আহত ৪৩২ জনকে হেলথ কার্ড এবং ৫৮৪ জনকে ঈদ সামগ্রী প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *