

ডিপি ডেস্ক :
ঝিনাইদহের মহেশপুরে মধ্যরাতে সড়কে গাছ ফেলে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসে ডাকতির অভিযোগ উঠেছে। বুধবার (৪ জুন) রাত পৌনে ১২টার দিকে কোটচাঁদপুর-জীবননগর সড়কের বজ্রাপুর কাটাখালী এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, মহেশপুরের নেপা এলাকা থেকে ইউনিক পরিবহন নামের একটি বাস কয়েকজন যাত্রী নিয়ে ঢাকায় যাচ্ছিল। বাসটি বজ্রাপুর কাটাখালী এলাকায় পৌঁছালে একদল ডাকাত গাছের গুঁড়ি ফেলে বাসটি আটকিয়ে ফেলে।
পরে তারা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে যাত্রীদের জিম্মি করে ফেলে। খবর পেয়ে পুলিশের কয়েকটি টিম ঘটনাস্থলে পৌঁছালে ডাকাত দলের সদস্যরা পালিয়ে যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মহেশপুর থানার ওসি সাইফুল ইসলাম বলেন, সড়কে গাছ ফেলে ডাকাতি হচ্ছে এমন খবর পেয়ে পুলিশের কয়কটি টিম ঘটনাস্থলে যায়। সে সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা পালিয়ে যায়।
সড়কে নির্বিঘ্নে চলাচলের জন্য আমরা দিনরাত কাজ করে যাচ্ছি।















