

ডিপি ডেস্ক :
করোনাভাইরাস প্রতিরোধে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা জয়নগর ইমিগ্রেশন চেকপোস্টে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। হেল্থ ইস্কেনিং বুথ সার্বক্ষাণিক চালু রয়েছে।
ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী ভারত-বাংলাদেশে আসা-যাওয়া যাত্রীদের নিয়মিত পরীক্ষা-নিরিক্ষা করা হচ্ছে।
ইমিগ্রেশন চেকপোস্ট কর্মকর্তা তারেক বলেন, গত করোনার সময় থেকে হেল্থ ইস্কেনিং বুথ সার্বক্ষণিক কার্যক্রম চালিয়ে আসছে।
ভারতে করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন বাড়ছে। ভারত থেকে আসা সব যাত্রীর তাপমাত্রা পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে।
দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নিপা বলেন, স্বাস্থ্য বিভাগ সতর্কতার সাথে কাজ করছে। স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশ মোতাবেক গত করোনার সময় থেকে দর্শনা ইমিগ্রেশন চেকপোস্টে হেল্থ ইস্কেনিং বুথ চালু করা হয়েছে।
করোনার ভাইরাসের নতুন সাব ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ায় সেখানে বিশেষ সতর্কতা জোরদার করা হয়েছে।














