

ডিপি ডেস্ক :
কৃত্রিম সংকট তৈরি করে বেনসন অ্যান্ড হেজেস সিগারেটের প্রতি প্যাকেট অতিরিক্ত দামে বিক্রি করায় মাগুরা শহরের কেশব মোড় এলাকায় এক প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।
সোমবার (২৩ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন মাগুরা জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ।
ভোক্তা অধিকার সংরক্ষণ অফিস জানায়, বেলা ১টা থেকে ২টা ৪৫টা পর্যন্ত পরিচালিত অভিযানে সিগারেট, ফার্মেসি, মিষ্টান্ন ভাণ্ডার ও মুদিদোকানসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্রতিষ্ঠান তদারকি করা হয়। এ সময় কৃত্রিম সংকট সৃষ্টি করে সিগারেটের অতিরিক্ত দাম নেওয়া হচ্ছে এমন অভিযোগের প্রেক্ষিতে কেশব মোড়ে মেসার্স লক্ষ্মণ স্টোর নামক প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে অতিরিক্ত মূল্যে সিগারেট বিক্রি অর্থাৎ ৩৭০ টাকা প্যাকেট বেনসন সিগারেট পাইকারি ৪০০ টাকায় বিক্রির প্রমাণ পাওয়া যায়।
কৃত্রিম সংকট দেখিয়ে অধিক দামে সিগারেট বিক্রির অপরাধে প্রতিষ্ঠানটির মালিক লক্ষ্মণ কুমার শিকদারকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪০ ধারায় ২০ হাজার টাকা জরিমানা করা হয় এবং ভবিষ্যতে এ ধরনের আইন অমান্যকারী কার্যকলাপ না করার ব্যাপারে সতর্ক করা হয়।
অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর, মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ। সার্বিক সহযোগিতায় ছিলেন জেলা কৃষি বিপণন কর্মকর্তা মো. রবিউল ইসলাম ও মাগুরা জেলা পুলিশের একটি টিম।









