স্কুলছাত্রী ধর্ষণের পর অন্তঃসত্ত্বা, অভিযুক্ত ফুফা কারাগারে

ডিপি ডেস্ক :

সিলেটে অষ্টম শ্রেণির এক ছাত্রী (১৫) ফুফার দ্বারা ধর্ষণের শিকার হওয়ার অভিযোগ পাওয়া গেছে। ধর্ষণের ঘটনায় ভুক্তভোগী ওই ছাত্রী তিন মাসের অন্তঃস্বত্ত্বা হয়ে পড়েছে বলে জানা গেছে।

গতকাল বুধবার (২৫ জুন) এই ধর্ষণের ঘটনায় অভিযুক্ত আব্দুল হালিমকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। আব্দুল হালিম সিলেট বিমানবন্দর থানার দরগাবাড়ী রামপুর এলাকার ডা. আব্দুল হেকিমের ছেলে।

জানা গেছে, ভুক্তভোগীর পরিবারের সঙ্গে আত্মীয়তার সুবাদে তাদের বাড়িতে হালিমের অবাধ আসা-যাওয়া ছিল। এই সুযোগকে কাজে লাগিয়ে আব্দুল হালিম তার স্ত্রীর বড় ভাইয়ের স্কুলপড়ুয়া মেয়ের সঙ্গে অবৈধ সম্পর্ক গড়ে তোলেন। মেয়েটি অন্তঃসত্ত্বা হয়ে পড়ায় বিষয়টি পরিবারের নজরে আসে। তখন জিজ্ঞাসাবাদে মেয়েটি বিষয়টি জানায়।

এরপর ভুক্তভোগীর বাবা বাদী হয়ে সিলেট মহানগর পুলিশের বিমানবন্দর থানায় মামলা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বিমানবন্দর থানার ওসি সৈয়দ আনিসুর রহমান। তিনি বলেন, স্ত্রীর আপন বড় ভাইয়ের মেয়েকে ধর্ষণের অভিযোগে হালিম নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বৃহস্পতিবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

ভুক্তভোগী ওই ছাত্রী সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) চিকিৎসাধীন রয়েছে বলে তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *