নাটোরের চলনবিলে ডিজে পার্টি করতে গিয়ে ৫৭ কিশোর আটক

ডিপি ডেস্ক :

 

নাটোরের চলনবিল গুরুদাসপুরে খুবজিপুর এলাকায় ৫৭ জন কিশোরকে আটক করেছে সেনাবাহিনী।

শুক্রবার (১ আগস্ট) সকালে বড়াইগ্রাম উপজেলার ধানাইদহ গ্রাম থেকে মিনি ট্রাকে করে চলনবিল বিলশায় ডিজে পার্টি করতে যাচ্ছিল তারা।

সেনাবাহিনী ক্যাম্প সূত্রে জানা যায়, ধানাইদহ এলাকা থেকে একদল কিশোর মিনি ট্রাকে করে হৈ-হুল্লোড় করতে করতে বিলশা এলাকায় নৌকাভিত্তিক ডিজে পার্টির উদ্দেশে যাচ্ছিল। এসময় পথিমধ্যে খুবজিপুর এলাকায় সেনাবাহিনীর টহল টিম তাদের গতিরোধ করে এবং সন্দেহজনক আচরণ লক্ষ্য করে তল্লাশি চালায়। তল্লাশির সময় ১২ জন কিশোরের কাছ থেকে ৪ লিটার বাংলা মদ, এক লিটার ভদকা, ৩০০ গ্রাম গাঁজা, গাঁজা সেবনের উপকরণ এবং ৪০ প্যাকেট বিভিন্ন ব্র্যান্ডের সিগারেট উদ্ধার করা হয়। পরে আটক সবাইকে গুরুদাসপুর থানায় হস্তান্তর করা হয়।

গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসমাউল হক বলেন, আটকদের মধ্যে ৪৩ জন কিশোরের বিরুদ্ধে সরাসরি মাদকের সংশ্লিষ্টতা না থাকায় তাদের অভিভাবকদের জিম্মায় মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। বাকি ১২ জনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *