মাগুরায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত এক জন

ডিপি ডেস্ক :

মাগুরা-যশোর মহাসড়কে গোল্ডেন লাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে তেলবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দিনবন্ধু বিশ্বাস (৫৩) নামের এক ব্যক্তি নিহত, নারী-শিশুসহ অন্তত ১৫ জন আহত হয়েছে। আহতদের মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ রবিবার (৫ অক্টোবর) সকালে মাগুরা-যশোর মহাসড়কের ভাবনহাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন বাসযাত্রী সোহেল (৩৬), মিন্টু (৩৪), আক্কাস (৫০), সিয়াম (২১)। বাকিদের নাম-পরিচয় জানা যায়নি। 
মাগুরা হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) মাহবুবুর রহমান জানান, রবিবার সকালে মাগুরা-যশোর সড়কের ভাবনহাটি এলাকায় সাতক্ষীরা থেকে ঢাকাগামী এসপি গোল্ডেন লাইনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি তেলবাহী ট্রাকের চাকা ফেটে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসে থাকা একই পরিবারের ৫ জনসহ ১৫ জন আহত হয়।

পরে আহতদের মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে ভর্তি করা হয়। এরপর দিনবন্ধু বিশ্বাস নামের ওই ব্যক্তির অবস্থার অবনতি হলে তাকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *