বেনাপোল স্থলবন্দর পরিদর্শন করলেন ভারতীয় ডেপুটি হাইকমিশনার

ডিপি ডেস্ক :

বেনাপোল স্থলবন্দর পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় দূতাবাসের ডেপুটি হাইকমিশনার মি. পাওনকুমার তুলসিদাস বাদে এবং দ্বিতীয় সেক্রেটারি মি. গৌরব কুমার আগারওয়াল। বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে পরিদর্শনকালে তারা বেনাপোল স্থলবন্দর পরিচালক মো. শামীম হোসেন রেজার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

পরে তারা নবনির্মিত কার্গো ভেহিকেল টার্মিনাল ঘুরে দেখেন এবং বন্দর এলাকার বিভিন্ন কার্যক্রম পর্যবেক্ষণ করেন। এ সময় তারা দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক, সীমান্ত বাণিজ্যের প্রসার এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে সৌহার্দ্যপূর্ণ আলোচনা করেন।

এতে ভবিষ্যতে বাংলাদেশ-ভারত বাণিজ্য আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেন উপস্থিত কর্মকর্তারা। পরিদর্শন শেষে ডেপুটি হাইকমিশনার ও দ্বিতীয় সেক্রেটারি বেনাপোল ইমিগ্রেশন হয়ে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশনের উদ্দেশে রওনা দেন।
বেনাপোল স্থলবন্দরের পরিচালক মো. শামীম হোসেন বলেন, ভারতের ডেপুটি হাইকমিশনার ও দ্বিতীয় সেক্রেটারি বেনাপোলে এসে নবনির্মিত কার্গো টার্মিনাল পরিদর্শন করেন। তারা বন্দর উন্নয়ন ও সেবার মানে সন্তোষ প্রকাশ করেছেন।

পরিদর্শনকালে বেনাপোল স্থলবন্দরের ঊর্ধ্বতন কর্মকর্তা, কাস্টমস ও ইমিগ্রেশন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *