

ডিপি ডেস্ক :
নাটোরের লালপুরে দুই শতাধিক যৌথবাহিনীর অভিযানে ইমো হ্যাকিং চক্রের ৯ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৩৫টি মোবাইল ফোন ও ৫টি অতিরিক্ত সিম কার্ড উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাতে উপজেলার বিলমাড়িয়া এবং দুড়দুড়িয়া ইউনিয়নের বিভিন্ন গ্রামে যৌথবাহিনীর অভিযানে ইমো হ্যাকিংয়ের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৯ জনকে গ্রেফতার করা হয়।
শুক্রবার (১০ অক্টোবর) বেলা ১১টার দিকে পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম এ তথ্য জানান।
গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন উপজেলার নওপাড়া গ্রামের মোসাব্বর হোসেনের ছেলে আরিফুল ইসলাম (৩০), বাবুল সরকারের ছেলে সোহাগ আলী (২৮), শাজাহান আলীর ছেলে ওবায়দুর আলী (২৪), ফজলুর রহমানের ছেলে রাসেল আহমেদ (২০), মোহরকয়া গ্রামের আজগর মণ্ডলের ছেলে এখলাছ মণ্ডল (২৩), জটু সরদারের ছেলে রুবেল সরদার (২৫), শরিফুল ইসলামের ছেলে মোহন আহমেদ (১৭), নাগশোষা গ্রামের আব্দুল মালেকের ছেলে মারুফ হোসেন (২৩) এবং টুটুল আলী (১৬)।
পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, নাটোরের লালপুরে বিভিন্ন এলাকায় মোবাইল ফোন হ্যাকার, বিকাশ এবং ইমো হ্যাকার চক্র রয়েছে। তারা অনেক দিন ধরে তৎপর রয়েছে। প্রতারক চক্রটি কখনো পুলিশের ডিআইজি, কখনো মেজর এবং সচিব পরিচয়ে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিল। গোয়েন্দা সংস্থা অনেক দিন যাবত তাদের আটকের জন্য কাজ করছিল। গতকাল বৃহস্পতিবার গভীর রাতে আমাদের দুই শতাধিক যৌথবাহিনীর সদস্যদের অভিযানে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৩৫টি মোবাইল ফোন ও সিম কার্ড জব্দ করা হয় এবং তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।












