

কুষ্টিয়া (দৌলতপুর) প্রতিনিধি :
কুষ্টিয়ার দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় জুয়েল (২২) নামে একজন মানষিক প্রতিবন্ধী যুবক নিহত হয়েছেন। সোমবার সন্ধ্যায় উপজেলার মরিচা ইউনিয়নের ফারাকপুর ভাঙ্গাপাড়া এলাকায় ব্যাটারী চালিত অটোর ধাক্কায় সে নিহত হয়। নিহত যুবক একই এলাকার হাসেম প্রামানিকের ছেলে।
এ বিষয়ে স্থানীয়রা জানায়, তারাগুনিয়া-বৈরাগীরচর সড়কের ফারাকপুর ভাঙ্গাপাড়া এলাকায় রাস্তার পাশে মানষিক প্রতিবন্ধী জুয়েল দাড়িয়ে থাকা অবস্থায় বৈরাগীরচর যাওয়ার পথে দ্রুতগামী একটি অটো তাকে ধাক্কায় দেয়। এতে সে রাস্তায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যায়।
দূর্ঘটনার বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলাইমান শেখ বলেন, ঘটনাটি আমার জানা নেই। খোঁজ নিয়ে পরে জানাতে পারবো।







